বাউফলে দুটি ইউপি’তে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: জেলা প্রশাসক

বাউফলে দুটি ইউপি’তে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: জেলা প্রশাসক

মোঃ দেলোয়ার হোসেন ,বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠ,অংশগ্রহনমূলক ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্থ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ কামাল হোসেন। তিনি নির্বাচনী আচরন বিধি মেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারনা ও ভোট গ্রহণের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করে যাবেন। আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোঃ আল আমিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ২য় পর্যায়ে নওমালা ও সূর্যমনী ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী ১৩ চেয়ারম্যান প্রার্থীদের সাথে আচরন বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা র‌্যাব সিও শহিদুল ইসলাম,জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুজ্জামান,জেলা সহকারী পুলিশ সুপার সাহেব আহম্মেদ চৌধূরী,ওসি আল মামুন, বাজেদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) বাউফল, সির্বাচন অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।
মতবিনময় সভায় দুই ইউপির ১৩ জন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ,সরকারি কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক ও প্রিজাইডিং অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।